Site icon Jamuna Television

১৫ বছর বয়সেই ফিল্মের রেটিং করতেন সত্যজিৎ রায়

১৫ বছর বয়সেই ফিল্মের রেটিং করতেন সত্যজিৎ রায়

ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সেই নিজের দেখা ফিল্মের রেটিং করতেন স্বয়ং সত্যজিৎ রায়। পাশাপাশি কোন তারিখে, কি সিনেমা দেখেছেন তাও লিপিবদ্ধ করে রাখতেন তিনি।

সম্প্রতি, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, ডায়েরির দু’টি পাতায় লিখা রয়েছে তার দেখা বেশ কয়েকটি সিনেমার নাম। একই সঙ্গে সিনেমাগুলিকে ১০, ৯, ৮ নম্বর দিয়েছেন তিনি।

১৯৩৬ সালের মে মাসে ‘থিংস টু কাম’ দেখছেন তিনি। ১৫ জুনে ‘ডিজায়ার’ নামে একটি ছবি দেখার কথা উল্লেখ করেছেন সত্যজিৎ রায়। আর ‘এ টেল অফ টু সিটিস’ এর মতো সিনেমা দেখেছেন একই বছরের জুলাই মাসে। এছাড়াও আরও বেশ কয়েকটি সিনেমার নাম রয়েছে সেই তালিকায়।

এনএনআর/

Exit mobile version