Site icon Jamuna Television

কক্সবাজারে বিজিবি সদস্যদের উপর হামলার চেষ্টা, ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবি সদস্যদের উপর হামলার চেষ্টা করে চোরাকারবারীরা।

বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপি সদস্যরা আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোররাতে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক স্থানে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক আলি হায়দার আজাদ আহমেদ জানান, বিপুল পরিমান ইয়াবা পাচারের গোপন সংবাদে বিজিবি সদস্যরা উক্ত স্থানে অভিযান চালায়। অনুসন্ধানের একপর্যায়ে পাহাড়ে লুকিয়ে রাখা বস্তাভর্তি ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেন তারা।

এদিকে অভিযান শেষে ফেরার পথে চোরাকারবারীরা দেশীয় অস্ত্র, লোহার রড এবং রামদা নিয়ে বিজিবি টহলদলের উপর আকস্মিকভাবে আক্রমণ করার চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা জীবনরক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলিবর্ষণ করলে চোরাকারবারীরা দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিজিবি অধিনায়ক।

/এসএইচ

Exit mobile version