Site icon Jamuna Television

২০০ মিটার স্প্রিন্টে নতুন রেকর্ড সৃষ্টি করে স্বর্ণ পদক জিতলো কানাডা

পুরুষদের ২০০ মি. স্প্রিন্টে নতুন রেকর্ড করলেন আন্দ্রে ডে গ্রাস।

অলিম্পিকে পুরুষদের অ্যাথলেটিক্সের অন্যতম সেরা ইভেন্ট ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক গেলো কানাডার ঘরে। ১৯ দশমিক ৬২ সেকেন্ডে দৌড় শেষ করে ২০০ মিটার স্প্রিন্টের স্বর্ণপদক জিতেছেন কানাডার আন্দ্রে ডি গ্রাস।

এর আগে ২০১৬ রিও অলিম্পিকে ২০০ মিটার দৌড়ে রৌপ্য পদক পেয়েছিলেন ডি গ্রাস। আর এবারের টোকিও অলিম্পিকে জিতলেন স্বর্ণ পদক। এই ইভেন্টে ১৯ দশমিক ছয় আট সেকেন্ডে দৌড় শেষ করে ২য় স্থানে থেকে রৌপ্য পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের কেনেথ বেদনারেক। আর ১৯ দশমিক সাত চার সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেলেন যুক্তরাস্ট্রের নোয়া লাইলেস।

/এসএইচ

Exit mobile version