Site icon Jamuna Television

দেশে ৯৮ শতাংশই করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত

প্রতীকী ছবি।

দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তদের ৯৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ এর জিনোম সিকোয়েন্সিং গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো, শরফুদ্দিন আহমেদ জানান, চলতি বছরের ২৯ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত সারাদেশের রোগীদের ওপর এ গবেষণা চালানো হয়। নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ের মাধ্যমে করোনাভাইরাসের জেনোম সিকোয়েন্সিং করা হয়। ৯ মাস থেকে ৯০ বছর বয়সী মোট ৩০০ জন করোনা আক্রান্ত রোগীর স্যাম্পল সংগ্রহ করা হয়।

উপাচার্য আরও জানান, কোন বয়সসীমাই কোভিড-১৯ এর জন্য ইমিউন করছে না। সেক্ষেত্রে শিশুরা সংক্রমণের ঝুঁকি মুক্ত না। এছাড়াও, ষাটোর্ধ কেউ দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলে তাদের মৃত্যুর ঝুঁকিও বেড়ে যাচ্ছে।

গবেষণায় দেখা গেছে, কোভিড আক্রান্ত রোগীদের মধ্যে যাদের কো-মরবিডিটি রয়েছে যেমন- ক্যান্সার, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস তাদের মৃত্যুর সংখ্যা বেশি। তবে এ গবেষণায় টিকার কার্যকারিতার বিষয়টি চলমান রয়েছে।

Exit mobile version