Site icon Jamuna Television

১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড

ফাইল ছবি।

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড দল। সেখানে গিয়ে ৩টি ওয়ানডে এবং ৫টি টোয়েন্টি খেলবে ব্ল্যাক ক্যাপসরা। দ্বিপাক্ষিক এই সিরিজটি শুরু হবে ওয়ানডে ম্যাচের মাধ্যমে।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শেষ করবে তারা। এরপর লাহোরে বাকি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। করোনা মহামারিতে বিধি নিষেধ পালন করবে দুই দল। তবে খুব বেশি দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে না কিউইদের। ১১ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছানোর পর ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তাদেরকে থাকতে হবে কোয়ারেন্টাইনে।

এদিকে, আইপিএলের সূচি একই সময় হওয়ায় বেশ কিছু ক্রিকেটারকে নাও পেতে পারে ব্ল্যাক ক্যাপসরা।

ইউএইচ/

Exit mobile version