Site icon Jamuna Television

মডেল পিয়াসার দুই সহযোগী মিশু হাসান ও জিসান রিমান্ডে

মডেল পিয়াসার দুই সহযোগী রিমান্ডে।

মডেল পিয়াসার দুই সহযোগী মিশু হাসানের তিন মামলায় ৯ দিন ও জিসান ২ মামলায় ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল পিয়াসার এই দুই সহযোগীকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ১টি অস্ত্র, ছয় রাউন্ড গোলাবারুদ, ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা, একটি গাড়ি, সিসার সরঞ্জামাদি, দুটি ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই ও এটিএম কার্ড, পাসপোর্ট এবং ৪৯ হাজার ৫০০ ভারতীয় জাল মুদ্রা উদ্ধার করা হয়। তারা রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় ডিজে পার্টির নামে মাদক সেবনসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করে থাকে।

ইউএইচ/

Exit mobile version