Site icon Jamuna Television

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ ২ জন আটক

ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন রেজুখাল যৌথ চেকপোস্টে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে জানান, বুধবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে রেজুখাল যৌথ চেকপোষ্টের নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি টয়োটা হাইএস মাইক্রোবাস থামানো হয়, যাতে করে রোগী সেজে থাকা একজনকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছিল। রোগীকে দেখে চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যদের সন্দেহ হওয়ায় গাড়ী তল্লাশী করেন তারা।

এক পর্যায়ে গাড়ীর এসির পাইপ এর ভিতর সুকৌশলে লুকায়িত অবস্থায় ২৮০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ১১ হাজার পিস ইয়াবা জব্দ সহ ২ জনকে আটক করা হয়। প্রাপ্ত ক্রিস্টাল মেথ ও ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬১ লাখ টাকা।

পরবর্তীতে ধৃত ২ আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

/এসএইচ

Exit mobile version