Site icon Jamuna Television

মানিক সরকারকে ত্রিপুরা ‘ছাড়তে’ বলেছে বিজেপি

বিগত ২৫ বছর ধরে ত্রিপুরার ক্ষমতায় ছিলেন মানিক সরকারের নেতৃত্বাধীন বাম দল। এবারের নির্বাচনে লাল পতাকা হটিয়ে গেরুয়া পতাকা উড়িয়েছে মোদি’র বিজেপি। সংখ্যাগরিষ্ঠা নিয়েই রাজ্যে ক্ষমতায় বসতে যাচ্ছে সর্ব ভারতীয় এই দলটি।

ত্রিপুরায় নিজ দলের এমন অভূতপূর্ব সাফল্যে পর বলা যায় আকাশে উড়ছে বিজেপি। মানিক সরকারকে ত্রিপুরা ‘ছাড়ার’ পরামর্শ দিয়েছেন আসামের বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা।

তিনি বলেছেন, “তিনটে রাস্তা খোলা রয়েছে মানিক সরকারের সামনে। সিপিএমের কিছু শক্তি আছে পশ্চিমবঙ্গে, তিনি সেখানে যেতে পারেন। ওনার দল কেরালার ক্ষমতায় রয়েছে, তিনি সেখানেও যেতে পারেন। আর তা না হলে তিনি বাংলাদেশেও যেতে পারেন।”

রাজ্য ও সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ টেনে এর আগেও মানিক সরকারকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিলেন বিজেপি’এই নেতা।

সিপিএম পলিটব্যুরো সদস্য ও ত্রিপুরায় চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের আসন ধরে রাখা নিয়েও সংশয় থেকে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত তিনি জিতলেও রাজ্যে মসনদে যে লাল পতাকা থাকছে না, এটা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version