Site icon Jamuna Television

কাশ্মিরের স্বাধীনতার জন্য যেকোনো মূল্যে তৎপরতা চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।

কাশ্মিরের স্বাধীনতার জন্য যেকোনো মূল্যে তৎপরতা চালিয়ে যাবে পাকিস্তান। এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

বৃহস্পতিবার ইসলামাবাদে কাশ্মিরের জনগণের প্রতি সংহতি জানিয়ে একটি শোভাযাত্রায় নেতৃত্ব দেন তিনি। কাশ্মিরি পতাকা নিয়ে এতে যোগ দেন বেশ কয়েকজন মন্ত্রী ও এমপি। নরেন্দ্র মোদি সরকার কর্তৃক কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের দুই বছর পূর্ণ হওয়া উপলক্ষে এ কর্মসূচি আয়োজন করা হয়।

২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মিরকে বিশেষ মর্যাদা দেয়া সংবিধানের ৩৬০ ধারা বাতিল করে ভারত। বিক্ষোভে পাকিস্তানি আইনপ্রণেতারা অভিযোগ করেন, কাশ্মির ইস্যুতে একের পর এক উস্কানিমূলক সিদ্ধান্ত নিয়ে এ অঞ্চলের শান্তি নষ্ট করছে ভারত।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, ভারত আগুন নিয়ে খেলছে। নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা কাশ্মিরিদের স্বশাসনের অধিকার বাতিল করেছে। আমার কাশ্মিরি ভাইদের উদ্দেশে বলবো, পাকিস্তান আপনাদের পাশে আছে। কাশ্মির স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন থাকবে আপনাদের প্রতি।

ইউএইচ/

Exit mobile version