Site icon Jamuna Television

দুর্ঘটনায় মারা গেলেন মাইকেল বালাকের পুত্র

মাইকেল বালাকের সাথে তার পুত্র এমিলিও বালাক। ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মারা গেছেন সাবেক জার্মান ও চেলসি মিডফিল্ডার মাইকেল বালাকের পুত্র এমিলিও বালাক। পর্তুগালের লিসবনে বৃহস্পতিবার (৫ আগস্ট) এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিরর।

১৮ বছর বয়সী এমিলিও একটি কোয়াড বাইক (সমুদ্রের পাড়ে চালানোর জন্য চার চাকার বাইক) দুর্ঘটনায় আক্রান্ত হন। পর্তুগালের রাজনীতি লিসবনের দক্ষিনে ত্রয়া নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মাইকেল বালাক বছরখানেক আগে এই এলাকায় একটি বাড়ি কেনেন।

পুলিশ জানিয়েছে, এমিলিও একটি অসমান রাস্তায় কোয়াড বাইকটি চালাচ্ছিলেন। এর মধ্যে বাইকটি নিয়ন্ত্রণ হারালে এমিলিও পড়ে যান এবং চার চাকার বাইকটি এসে পড়ে এমিলিওর উপর। উদ্ধারকর্মীরা দ্রুত এসে এমিলিওকে কোয়াডটির নিচ থেকে টেনে বের করে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ঘটনাস্থলেই মারা যান এমিলিও।

Exit mobile version