Site icon Jamuna Television

‘এমন ঘটনায় পরীমণি অত্যন্ত লজ্জিত’

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী।

সাম্প্রতিক ঘটনায় চিত্রনায়িকা পরীমণি অত্যন্ত বিব্রত ও লজ্জিত। এতে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বললেন তার আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী।

বনানী থানায় করা মাদকের মামলার শুনানি শেষে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী বলেন, পরীমণি একজন স্বনামধন্য শিল্পী। সাম্প্রতিক ঘটনায় পরীমণি অত্যন্ত বিব্রত ও লজ্জিত। এতে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তার জামিনের আবেদন করেছি। তবে আদালত জামিন না-মঞ্জুর করে ৪ দিনের রিমান্ড দিয়েছে। রিমান্ড বাতিলের জন্য দরখাস্ত করেছি আমরা। কারণ এটি একটি চক্রান্তমূলক মামলা। পূর্ব শত্রুতার জের ধরে এই মামলাটি করা হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল (৪ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত পরীমণির বাসায় যে তল্লাশি চালানো হয়েছে তাতে কী পাওয়া গেছে তা সবাই জানে। বাসায় থাকা মদের খালি বোতল পাওয়া গেছে কয়েকটি। ভরা বোতল তার বাসা থেকে পাওয়া যায়নি।

Exit mobile version