Site icon Jamuna Television

রাজধানীর করোনা হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি

রাজধানীর করোনা হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি

ছবি: সংগৃহীত

রাজধানীর করোনা হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট নিয়ে যারা আসছেন তাদের বেশিরভাগই পাচ্ছেন না বেড কিংবা আইসিইউ। কারণ ঢাকা মেডিকেল, মুগদা, কুর্মিটোলা প্রায় সব হাসপাতালেই এখন ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি। জীবন বাঁচাতে, এক থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা।

করোনায় প্রতিদিনই স্বজনহারা হচ্ছে মানুষ। হাসপাতালে লাশের সারি এখন প্রতিদিনের চিত্র। এই মৃত্যুর মিছিল থামবে কবে জানা নেই কারো।

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে দেখা গেছে, করোনার ৩০০ শয্যার বিপরীতে তাদের ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৭৭ জন। প্রতিদিন যে পরিমাণ নতুন রোগী ভর্তি হচ্ছে, সে তুলনায় ছাড় পাওয়া রোগীর সংখ্যা কম। ফলে নতুন রোগীর চাপ সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

এছাড়া ছোট বড় সব বয়সের মানুষ ভিড় করছেন করোনা পরীক্ষার বুথগুলোয়। কারো কারো তীব্র উপসর্গ রয়েছে। অনেকে আবার বাড়তি সতর্কতার অংশ হিসেবে ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে এসেছেন করোনা পরীক্ষা করাতে।

এনএনআর/

Exit mobile version