Site icon Jamuna Television

পরীমণি ও রাজের মাদক মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর

রাজ ও পরীমণি। ফাইল ছবি।

নায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের মাদকের দুই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল চিত্রনায়িকা পরীমণিসহ চারজনকে চারদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাতে মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে আসামিদের হাজির করা হলে দু’পক্ষের আইনজীবীদের শুনানী শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে, চিত্রনায়িকা পরীমণিকে বুধবার রাতে রাজধানীতে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব সদর দফতরে নেয়া হয়। সেখানে বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করেন র‍্যাব কর্মকর্তারা। বিকেল সাড়ে পাঁচটার দিকে মামলা দায়েরের পর বনানী থানায় তাদের হস্তান্তর করে
র‍্যাব।

রিমান্ড মঞ্জুরের পর আসামিদের রাখা হয়েছে মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে।

Exit mobile version