Site icon Jamuna Television

সাম্প্রদায়িক সহিংসতায় পাঞ্জাবে আধা-সামরিক মোতায়েন করলো সরকার

সাম্প্রদায়িক সহিংসতায় পাঞ্জাবে আধা-সামরিক মোতায়েন করলো সরকার

ছবি: সংগৃহীত

সাম্প্রদায়িক সহিংসতায় উত্তাল পাকিস্তানের পাঞ্জাব। বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছে সরকার।

বুধবার রহিম ইয়ার খান জেলার আদালত ব্ল্যাসফেমি মামলা থেকে ৮ বছরের একটি হিন্দু ধর্মাবলম্বী শিশুকে জামিন দেন। শিশুটির বিরুদ্ধে স্থানীয় মাদ্রাসা অপবিত্র করার অভিযোগ আনা হয়েছিলো। পাকিস্তানে ব্ল্যাসফেমি মামলার সর্বোচ্চ শাস্তি- মৃত্যুদণ্ড। আদালতের সিদ্ধান্তের পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন মুসলিমরা। জ্বালিয়ে দেয় স্থানীয় মন্দির; ভাংচুর করে দেব-দেবীর মূর্তি।

হামলার তীব্র নিন্দা জানিয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঞ্জাব পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। একইসাথে নাশকতার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার আদেশ দেন।

গেলো ডিসেম্বরেও দেশটির একটি মন্দিরে হামলা চালানো হয়।

এনএনআর/

Exit mobile version