Site icon Jamuna Television

আফগান প্রেসিডেন্টের মুখপাত্রকে হত্যা করেছে তালেবান

জুমার নামাজ আদায় করতে গেলে দাওয়া খানকে হত্যা করে তালেবানরা।

রাজধানী কাবুলে আফগান সরকারের শীর্ষ গণমাধ্যম অফিসার দাওয়া খানকে হত্যা করেছে সন্ত্রাসী গোষ্ঠী তালেবান। ক্রমাগত বিমান হামলা বৃদ্ধির প্রতিবাদে দেশটির শীর্ষ কর্মকর্তাদের হত্যা করার হুমকির মাত্র দু’দিন পরই এই হত্যাকাণ্ড ঘটলো।

আজ শুক্রবার (৬ আগস্ট) দুপুরে জুমার নামাজ আদায় করতে গেলে তালেবানরা দাওয়া খানকে হত্যা করে। দাওয়া খান আফগান প্রেসিডেন্ট ইসমাইল ঘানি’র মুখপাত্র হিসেবে কাজ করতেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ঐ শীর্ষ সরকারি কর্মকর্তার হত্যাকান্ডের ব্যাপারটি নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীরা আবারও কাপুরুষোচিতভাবে একজন দেশপ্রেমিক আফগানকে হত্যা করেছে। তিনি আফগান সাংবাদিকদের কাছে খুবই পরিচিত ও প্রিয়মুখ ছিলেন। আজ পবিত্র জুমা’র নামাজ আদায় করতে গেলে সন্ত্রাসীরা তাকে হত্যা করে।

এদিকে, দাওয়া খানকে হত্যার দায় স্বীকার করে তালেবানরা তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, এক বিশেষ অভিযানে তাকে হত্যা করে তার কৃত অপরাধের শাস্তি দিয়েছে তালেবান মুজাহিদরা।

আফগানিস্তানের শীর্ষ গণমাধ্যম অফিসারের হত্যাকান্ডে শোক জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, এই হত্যাকান্ড আফগানদের বাক স্বাধীনতার ওপরে এক বড় আঘাত।

/এসএইচ

Exit mobile version