Site icon Jamuna Television

পরীমণির সাথে শুধুই কাজের সম্পর্ক, ব্যক্তিগত ব্যাপারে ধারণা নেই: চয়নিকা চৌধুরী

পরীমণির সাথে শুধুই কাজের সম্পর্ক। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো ধারণা নেই বলে দাবি করেছেন চয়নিকা চৌধুরী। এছাড়াও তদন্তের স্বার্থে আইন শৃঙ্খলাবাহিনীকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি।

সম্প্রতি পরীমণির অভিযোগে ব্যবসায়ী নাসিরুদ্দীনকে আটক করার সময় পরীর পাশে ছিলেন আলোচিত এই নির্মাতা। সে সময় থেকেই আলোচনায় আসেন তিনি। তবে মাদক মামলায় আটক পরীমণির পাশে দেখা যায়নি তাকে। এমনকি গত বুধবার পরীমণির বাসায় ৪ ঘণ্টা ধরে পরিচালিত ‍র‍্যাবের অভিযানের সময়ও তিনি ফেসবুকে ছিলেন না বলে জানান এই নির্মাতা।

জানা যায়, বোটক্লাব ইস্যু পরবর্তী ঘটনায় বিভিন্নভাবে পরীমণির পরামর্শক হিসেবে ছিলেন চয়নিকা।

Exit mobile version