Site icon Jamuna Television

করোনা মোকাবিলায় বিএটি বাংলাদেশের টিকা রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ

বিএটি বাংলাদেশের টিকা রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ।

দেশের বেশ কয়েকটি অঞ্চলে কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন বুথ চালু করেছে বিএটি বাংলাদেশ। করোনাভাইরাসের টিকা গ্রহণে গ্রামীণ জনপদের মানুষকে উৎসাহ প্রদানে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এই উদ্যোগের ফলে বিএটি বাংলাদেশ সংশ্লিষ্ট কৃষক, রিটেইলার ও মাঠপর্যায়ের কর্মীগণ এসব বুথে গিয়ে করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়াস্থ জেলা সদর রোডের আবহাওয়া অফিস মোড়ে অগ্রণী ট্রেডিং করপোরেশন লিমিটেড টাঙ্গাইল বিএটি বাংলাদেশের পক্ষ থেকে টিকা নিবন্ধনের এই সেবা দিয়ে যাচ্ছে। কক্সবাজারে বিএটি বাংলাদেশের পক্ষ থেকে করোনা টিকা নিবন্ধনের কাজ চলছে। এছাড়া টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে ঢাকা ও কুষ্টিয়াসহ অন্যান্য জেলাতেও।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদিব লুনা। অগ্রণী ট্রেডিং করপোরেশন লিমিটেড টাঙ্গাইলের বিজনেস ম্যানেজার মো. বেনজির কবীর এবং সিকিউরিটি অ্যান্ড পাবলিক রিলেশনস ম্যানেজার মো. আনোয়ার হোসেন।

Exit mobile version