Site icon Jamuna Television

হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটালো উত্তর কোরিয়া

পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটালো উত্তর কোরিয়া। রোববার এ বিস্ফোরণে, ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে।

উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হাইড্রোজেন বোমাটি আগের একই ধরনের বোমার চেয়ে ১০ গুণ বেশি শক্তিশালী।

প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়ার দাবি, বিস্ফোরণের কারণেই, তৈরি হয় কৃত্রিম কম্পনের। রোববার, উত্তর কোরিয়ার পুঙ্গিয়ে-রি পরমাণু কেন্দ্রের কাছে এ কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করে ৩ প্রতিবেশি দক্ষিণ কোরিয়া, জাপান ও চীন।

এরই মধ্যে, জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছে সিউল। সবশেষ, ঠিক এক বছর আগে পুঙ্গিয়ে-রি কেন্দ্রে সফল পরমাণু বোমার বিস্ফোরণ চালায় দেশটি। গতকাল শনিবারই, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য, হাইড্রোজেন বোমা তৈরিতে সাফল্য দাবি করে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে এমনিতেই উত্তেজনা চলছে বেশ কিছুদিন ধরে।

Exit mobile version