Site icon Jamuna Television

ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত, আশঙ্কামুক্ত

লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে এক অজ্ঞাত যুবক।  অতর্কিত হামলায় তারঁ মাথা পিছনে আঘাত করা হয়।  এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের  মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে অজ্ঞাত যুবক তাকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে শিক্ষার্থীরা। তবে তাৎক্ষণিকভাবে যুবকের নাম পরিচয় জানা যায়নি।  এখনও জানা যায়নি কারা কেন এই হামলা চালিয়েছে।

এদিকে এঘটনায় ক্যাম্পাসে ভাঙচুর ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

Exit mobile version