Site icon Jamuna Television

অজিদের বিপক্ষেই কম রানের টার্গেটে ম্যাচ জয়ের নতুন রেকর্ড বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

লো স্কোরিং ম্যাচে অজিদের হতাশ করে দুই ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ম্যাচে জয় তুলে এনেছে বাংলাদেশ। এর আগে এত কম রানের টার্গেট দিয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ জেতেনি বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচেই গড়া ১৩১ রান ডিফেন্ডের রেকর্ড ছাড়িয়ে গেলো টাইগাররা।

অস্ট্রেলিয়ার সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয়ার ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে এই স্কোর দাঁড় করায় বাংলাদেশ।

Exit mobile version