Site icon Jamuna Television

টিকা না নিয়ে অফিসে যাওয়ায় ৩ কর্মীকে বরখাস্ত করলো সিএনএন

প্রতীকী ছবি

করোনাভাইরাসের টিকা না নিয়ে অফিসে যাওয়ায় তিন কর্মীকে ছাঁটাই করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। অভ্যন্তরীণভাবে বৃহস্পতিবার (৫ আগস্ট) কর্মীদের কাছে পাঠানো একটি মেমোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিএনএন প্রেসিডেন্ট জেফ জুকের বলেন, গত সপ্তাহে আমরা লক্ষ্য করেছিলাম, নির্দেশ অমান্য করে ওই তিন কর্মী টিকা না নিয়ে অফিসে এসেছেন। তাদের বরখাস্ত করা হয়েছে।

জেফ জুকের প্রতিষ্ঠানটির কর্মীদের জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে উল্লিখিত ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি চায় তাদের কর্মীরা যেন ভ্যাকসিন নেয়ার পর প্রতিষ্ঠানে আসেন এবং বাইরে অন্য কর্মীদের সঙ্গে কাজ করেন।

জুকেরের ওই বার্তা টুইটারে পোস্ট করেছেন সিএনএন-এর সিনিয়র মিডিয়া রিপোর্টার অলিভার ডার্সি। সেই সঙ্গে তিনি লেখেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে কর্মীদের অফিসে কাজ শুরুর পূর্বঘোষিত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে বলে জুকের জানিয়েছেন। আজকের পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের লক্ষ্য, অক্টোবরের মাঝামাঝি থেকে অফিস শুরু করা। এটা সহজ সিদ্ধান্ত নয়। আমাদের অনেক কিছু বিবেচনার মধ্যে রাখতে হয়েছে।

Exit mobile version