Site icon Jamuna Television

বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু আবারও ১০ হাজার ছাড়ালো

করোনাভাইরাস: প্রথমবার দৈনিক মৃত্যু-সংক্রমণের শীর্ষে ইন্দোনেশিয়া

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আরও ১০ হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মহামারিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪২ লাখ ৮৯ হাজার।

আরও ৬ লাখ ৮০ হাজারের বেশি নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ২৩ লাখ ৪৩ হাজারের ওপর।

দৈনিক মৃত্যুতে এখনও শীর্ষে এশিয়ার করোনা হটস্পট ইন্দোনেশিয়া। ১ হাজার ৬০০ বেশি প্রাণ গেছে দেশটিতে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৫০০ বেশি মানুষের শরীরে। এছাড়া শুক্রবার (৬ আগস্ট) ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ হাজারের ওপর। ৪২ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে সংক্রমণ।রাশিয়ায় মৃত্যু হয়েছে প্রায় ৮০০ মানুষের।

সংক্রমণ শনাক্তের দিক থেকে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্রে। গেলো কয়েকদিন যাবৎ লাখের ওপর মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। দেশটিতে মৃত্যু হয়েছে জনের। এদিন ৬ শতাধিক মৃত্যু হয়েছে ভারত ও মেক্সিকোয়। এছাড়া দক্ষিণ আফ্রিকায় ৫০০ এর কাছাকাছি ও ইরানে মারা গেছে সাড়ে চার শতাধিক।

Exit mobile version