Site icon Jamuna Television

জাতিসংঘে মিয়ানমারের দূতকে হত্যাচেষ্টার পরিকল্পনার দায়ে আটক ২

জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধি কিয়াও মো তুন। ছবি: সংগৃহীত

জাতিসংঘে মিয়ানমারের দূতকে হত্যাচেষ্টার পরিকল্পনার দায়ে দেশটির দুই নাগরিককে আটক করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৬ আগস্ট) নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, আটককৃতরা হলেন ২০ বছর বয়সী ফিও হেই তুত ও ২৮ বছরের ইয়ে হেই জ। জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধি কিয়াও মো তুন’র ওপর হামলার পরিকল্পনা করছিলেন তারা। মূলত তাকে পদ থেকে সরাতেই হামলার পরিকল্পনা বলে দাবি মার্কিন প্রশাসনের। অগ্রিম পেমেন্ট হিসেবে চলতি বছরের শুরুতে একটি অ্যাপের মাধ্যমে তুতের অ্যাকাউন্টে ৪ হাজার ডলার পাঠানো হয়।

মিয়ানমারের সামরিক শাসনের কট্টর সমালোচক কিয়াও মো তুন। জান্তা সরকার তাকে বরখাস্তের ঘোষণা দিলেও বেসামরিক সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। শুক্রবার আদালতে তোলা হয় অভিযুক্তদের। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মিয়ানমারের জান্তা।

Exit mobile version