Site icon Jamuna Television

বৃষ্টিতে তলিয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা

আজ সকালের ভারি বৃষ্টিপাতে ডুবে গেছে চট্টগ্রামের নিচু এলাকা। শহরের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে হাটু পর্যন্ত পানিতে। আগ্রাবাদ, হালিশহর, বেপারী পাড়া, মুরাদপুর, বহদ্দারহাট ও বাকলিয়া এলাকা ডুবে যায় পানিতে।

অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। তবে ঈদের ২য় দিন ছুটি থাকায় মানুষের আনাগোনা কম ছিল। তাই রাস্তায় জনদুর্ভোগ তেমন দেখা যায়নি।

আবহাওয়া অফিস জানায়, আজ সারাদিন বন্দরনগরীতে হালকা থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে সিলেট অঞ্চলেও গত দুইদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে।

/কিউএস

Exit mobile version