Site icon Jamuna Television

আবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেল ফিলিস্তিনির

পশ্চিম তীরের এক বিক্ষোভে ইহুদি বাহিনীর গুলিতে প্রাণ গেছে এক ফিলিস্তিনির। ছবি: সংগৃহীত

আবারও বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের এক বিক্ষোভে ইহুদি বাহিনীর গুলিতে প্রাণ গেছে এক ফিলিস্তিনির। এছাড়াও আহত হয়েছে অন্তত ২১ জন।

শুক্রবার (৬ আগস্ট) ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের সেনাবাহিনী জানায়, প্রায় ৭০০ ফিলিস্তিনি যোগ দেয় পশ্চিম তীরের বিক্ষোভে। নতুন বসতি নির্মাণের প্রতিবাদ জানায় তারা।

তেলআবিবের দাবি, সেনাদের লক্ষ্য করে পাথর ও পেট্রোল বোমা ছোড়ে আন্দোলনকারীরা। জবাবে গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন ইমাদ দেওয়েইকেত নামের একজন। তার বয়স হয়েছিল ৩৮ বছর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসও ছোড়ে ইসরায়েলি বাহিনী। ঘটে হতাহতের ঘটনা। পরে নিহতের মরদেহ নিয়ে মিছিল করে বিক্ষোভকারীরা।

Exit mobile version