Site icon Jamuna Television

অস্ট্রেলিয়া সিরিজে সাকিবের অদ্ভুতুড়ে পরিসংখ্যান!

ছবি: সংগৃহীত

ক্রিকেটে পরিসংখ্যান বা সংখ্যা বড় অদ্ভুত এক জিনিস। কখনো কখনো পরিসংখ্যান ধরা দেয় সত্য হয়ে, কখনও বা পরিসংখ্যানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হয় এগিয়ে যাওয়া। সেই পথেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জয় বাংলাদেশের।

এমন দিনে মিরাকেল এক পরিসংখ্যান সাকিব আল হাসানের নামের পাশে। তাও আবার তার আন্তর্জাতিক ক্রিকেটের ১৫ বছর পূর্ণ হওয়ার দিনটিতে।

দ্বিতীয় টি টোয়েন্টিতে ২৬ রান করা সাকিব তৃতীয় টি-টোয়েন্টিতেও করেছেন ২৬ রান। দুই ম্যাচেই খেলেছেন ১৭ বল করে। শুধু তাই নয় স্ট্রাইক রেটও ছিলো সমান ১৫২ দশমিক ৯৪।

মিল আছে আরও। দুই টি-টোয়েন্টিতেই বাউন্ডারি ৪টি করে। আউট হয়েছেন একই ওভারে। দুই ম্যাচেই দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান। নিয়েছেন ১টি করে উইকেট। উইকেট নেয়ার বলটাও একই ৩ দশমিক ২ ওভারে। দিয়েছেনও সমান ২২ রান করে।

সাকিবের এমন অদ্ভুতুড়ে পরিসংখ্যানের দিনে বাংলাদেশের অর্জনটাও কম নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়। সেই সাথে নিজেদের ইতিহাসে টানা ৪ টি টোয়েন্টি জয় বাংলাদেশের। শুধু তাই নয় টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রান করেও অজিদের বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। প্রতিপক্ষ হিসেবে অজিদেরও যে এত কম রান তাড়া করতে নেমে প্রথম হার এটি।

Exit mobile version