Site icon Jamuna Television

করোনা রোগীদের চিকিৎসায় বিএসএমএমইউর ফিল্ড হাসপাতাল উদ্বোধন

করোনা রোগীদের চিকিৎসার জন্য এক হাজার শয্যার কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।

করোনা মহামারি মোকাবিলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসার জন্য এক হাজার শয্যার কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ফিল্ড হাসপাতালটির উদ্বোধন করেন।

প্রথম পর্যায়ে ৩৫৭ শয্যা দিয়ে চালু করা হয়েছে ফিল্ড হাসপাতালটি। ২য় ধাপে ২৪৩ এবং শেষ পর্যায়ে ৪০০ সহ মোট এক হাজার শয্যা করে ফিল্ড হাসপাতালটি বর্ধিত করা হবে।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারসহ রাজধানীর পাঁচটি স্থানে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পরবর্তীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসার জন্য কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপনে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।

Exit mobile version