Site icon Jamuna Television

ব্রাজিলকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো আর্জেন্টিনা

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা ভলিবল দলের উদযাপন। ছবি: রয়টার্স

আবারও ব্রাজিলকে হারিয়ে পদক জিতলো আর্জেন্টিনা। তবে এবার ফুটবলে নয়, জয় এসেছে অলিম্পিকের ভলিবলে। ব্রোঞ্জের লড়াইয়ে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এই ইভেন্টে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র।

২০১৬ সালের অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিলকে ২০০০ সালের পর এই প্রথম পদকবঞ্চিত থাকার হতাশা উপহার দিলো আর্জেন্টিনা।

শনিবার (৭ আগস্ট) এক নম্বর দল ব্রাজিলকে ২৫-২৩, ২০-২৫, ২০-২৫, ২৫-১৭, ১৫-১৩ সেটে হারিয়েছে র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ অবস্থানে থাকা আর্জেন্টিনা।

প্রথম সেট জিতে এগিয়ে যায় আর্জেন্টিনা। ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে দ্বিতীয় সেট খেলতে নামে আর্জেন্টাইনরা। সেখানে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ২৫-২০ পয়েন্টে সেট জিতে সমতায় ফেরে তারা। একই ব্যবধানে জিতে তৃতীয় সেটে এগিয়ে যায় ব্রাজিল। টানা দুই সেটে হারের পর টানা দুই সেট জিতে ব্রোঞ্জ নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

Exit mobile version