Site icon Jamuna Television

ড. জাফর ইকবালের ওপর হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা

বিশিষ্ট লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। চিকিৎসাধীন মুহম্মদ জাফর ইকবালের তিনি নিয়মিত খোঁজ খবর রাখছেন।

এর আগে লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে এক অজ্ঞাত যুবক।  অতর্কিত হামলায় তারঁ মাথা পিছনে আঘাত করা হয়। চিকিৎসকরা জানিয়েছে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

Exit mobile version