Site icon Jamuna Television

জনরোষের মুখে হামলার শিকার গ্র্যানাডাইসের প্রধানমন্ত্রী

জনতার বিক্ষোভের মধ্যে পড়ে আহত হয়েছেন সেন্ট ভিনসেন্ট এন্ড গ্র্যানাডাইসের প্রধানমন্ত্রী রালফ গঞ্জালভেজ।

জনতার বিক্ষোভের মাঝে পড়ে হামলার শিকার হয়েছেন ক্যারিবিয়ান আইল্যান্ডসের দেশ সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্র্যানাডাইসের প্রধানমন্ত্রী রালফ গঞ্জালভেস। বিক্ষোভকারীদের মাঝে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি।

মাথা ফেটে আহতও হন রালফ গঞ্জালভেস। করোনা মোকাবেলায় সরকারের পদক্ষেপে অসন্তোষ জানাতে প্রায় ২ শতাধিক মানুষ জড়ো হয় দেশটির পার্লামেন্টের সামনে। সেসময় জনস্বাস্থ্য সংস্কার বিষয়ক অধিবেশনে যোগ দিতে আসেন প্রধানমন্ত্রী রালফ গঞ্জালভেস।

পার্লামেন্টে প্রবেশের সময় জনরোষের মুখে পড়েন তিনি। পানির বোতল ও পাথর ছুড়তে থাকে অনেকে। এক পর্যায়ে প্রধানমন্ত্রী গঞ্জালভেসের মাথা থেকে রক্ত বের হতে দেখা যায়। নিরাপত্তা রক্ষীরা দ্রুত সেখান থেকে সরিয়ে নেন তাকে। দ্রুততম সময়ের মধ্যে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।

প্রধানমন্ত্রী রালফ গনজালভেস তাৎক্ষণিকভাবে আহত হলেও এখন তিনি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে তার কার্যালয়। পরীক্ষা নিরীক্ষার জন্য প্রতিবেশী দ্বীপদেশ বার্বাডোজে যাবেন বলে জানিয়েছেন ভিনসেন্ট অ্যান্ড গ্র্যানাডাইসের অর্থমন্ত্রী ক্যামিলো গঞ্জালভেস।

/এসএইচ

Exit mobile version