Site icon Jamuna Television

ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

বগুড়া ব্যুরো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে বগুড়ায়। বগুড়ার প্রগতিশীল বিভিন্ন সংগঠনের কর্মী ও শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব কর্মসূচি পালন করেন।

হামলার খবরের পর সন্ধ্যার পর থেকে শহরের জিরোপয়েন্ট সাতমাথায় জড়ো হতে শুরু করেন প্রগতিশীল বিভিন্ন সংগঠনের কর্মীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় গিয়েই শেষ হয়। পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বিক্ষোভকারীরা বলেন, ড. জাফর ইকবালের ওপর এই হামলা মুক্তচিন্তার ওপরেই আঘাত। মুক্তিযুদ্ধে বিশ্বাসী সরকারের সময়ে একজন শহীদ সন্তানের ওপর এমন হামলার পেছনে যারা রয়েছে তাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করার দাবিও জানান তারা।

Exit mobile version