Site icon Jamuna Television

হেলেনার বাসায় এবার সিআইডির তল্লাশি

হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অধিকতর তদন্তের জন্য হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে ব্যাংক স্টেটমেন্ট ও পাসপোর্ট নিয়ে যাওয়া হয়।

শনিবার (৭ আগস্ট) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত সিআইডি তার বাসায় তল্লাশি চালায়। সিআইডির মিডিয়া উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ জুলাই) হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। অভিযানে তার বাসা থেকে বিদেশি মদ, হরিণের চামড়া, বেশ কিছু ছুরি, বিদেশি মুদ্রা, ক্যাসিনো খেলার সরঞ্জাম ইত্যাদি জব্দ করা হয়েছে।

Exit mobile version