Site icon Jamuna Television

গরুবাহী ট্রাকচালককে হত্যার অভিযুক্ত ক্রসফায়ারে নিহত

চট্টগ্রামে কোরবানির পশুবাহী ট্রাকের চালককে হত্যার ঘটনায় অভিযুক্ত কাজল বাহিনীর প্রধান কাজল র‍্যাবের সাথে ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন।

শনিবার (৭ আগস্ট) ভোররাতে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে গোলাগুলির এ ঘটনা ঘটে। র‍্যাব কর্মকর্তাদের দাবি, ডাকাতদলের অবস্থানের খবর পেয়ে র‍্যাবের একটি টহল দল সেখানে গেলে ডাকাতরা ‍গুলি ছোঁড়ে। আত্মরক্ষার জন্য র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে কাজলের মরদেহ, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গত ১৬ জুলাই চট্টগ্রামের বায়েজিদে কোরবানির পশুবাহী ট্রাক চালককে গুলি করে হত্যার ঘটনায় কাজল ও তার সহযোগীরা জড়িত ছিল বলে র‍্যাব জানিয়েছে।

Exit mobile version