Site icon Jamuna Television

কুয়াকাটা সৈকতে ভেসে এলো আ‌রও ১ টি মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত ডলফিন।

পটুয়াখালী প্রতিনিধি:

কুয়াকাটা সৈকতের খাজুরা এলাকায় ভেসে এলো আ‌রও একটি মৃত ডলফিন। এর আগে গত ৯ মে একই স্থানে এক‌টি মৃত ডল‌ফিন ভেসে এসেছিল।

শনিবার (৭ আগস্ট) বিকেলে খুটা জা‌ল ব্যবহার করা জেলেরা জালসহ নৌকা তী‌রে উঠা‌নোর সময় মৃত ডল‌ফিন‌টি সৈকতের এক‌টি মরা গাছের নিচে আট‌কে প‌রে থাক‌তে দে‌খে। প‌রে স্থানীয়‌রা মৎস অফিসে খবর দেন।

স্থানীয় জেলে সোহাগ বলেন, কুয়াকাটা সৈকতে জোয়ারের পানির সাথে ডলফিনটি ভেসে আসে। লম্বায় ৬-৭ ফুট লম্বা ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন ও রক্ত ছিল। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে মাছটির মৃত্যু হয়েছে। এর আগেও অনেক সময় বিভিন্ন ধরনের মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ব‌লেও জানান তি‌নি।

ভেসে আসা মাছটি গঙ্গা নদী শুশুক ডলফিন বলে উল্লেখ করেন কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। তিনি আরও জানান, মাছটি মারা যাওয়ার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে, এই ধরনের ডলফিনগুলো মাছ খেয়ে বেঁচে থাকে তাই জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে। আবার বয়সের কারণেও অনেক সময় ওদের মৃত্যু হয়।

মৃত ডলফিনটিকে পৌরসভার নির্ধারিত স্থানে মাটিচাপা দেয়া হবে বলে জানিয়েছেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার।

/এস এন

Exit mobile version