Site icon Jamuna Television

ইন্টারকে কাপ জিতিয়ে আবারও ইংল্যান্ডে ফিরছেন রোমেলু লুকাকু

ছবি: সংগৃহীত

সাত বছর পর আবারও ইংল্যান্ডে ফিরছেন রোমেলু লুকাকু। চেলসির ক্লাব ইতিহাসের রেকর্ড অর্থের বিনিময়ে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিচ্ছেন এই বেলজিয়ান স্ট্রাইকার। এর আগে ২০১৪ সাল পর্যন্ত চেলসিতে খেলেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, এই বেলজিয়ানকে দলে ফেরাতে চেলসির খরচ হবে ১১ কোটি ৫০ লাখ ইউরো। সম্প্রতি সাবেক ক্লাব ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান ছাড়ার ইচ্ছা প্রকাশ করার পর তাকে দলে নিতে বেশ কয়েকটি ক্লাব চেষ্টা করলেও শেষমেশ চেলসিকেই বেছে নিয়েছেন লুকাকু। ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রিলিশের পর ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে দল বদল করলেন এই তারকা ফুটবলার।

এর আগে ১১ বছর পর ইন্টার মিলানকে লিগ জেতাতে অন্যতম ভূমিকা পালন করেন তিনি। ইতালিয়ান ক্লাবটির হয়ে ৭২ ম্যাচ খেলে ৪৭ গোল করেন লুকাকু।

Exit mobile version