Site icon Jamuna Television

২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখলে নিলো তালেবান

২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখলে নিলো তালেবান

ছবি: সংগৃহীত

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখলে নিলো তালেবান। শনিবার জাওজানের গুরুত্বপূর্ণ শহর ‘শেবারঘান’ যায় সশস্ত্র গোষ্ঠীটির নিয়ন্ত্রণে।

এক বিবৃতিতে তালেবান জানায়, দেশের উত্তরাঞ্চলীয় প্রদেশটির বেশিরভাগ এলাকা বর্তমানে তাদের কবজায়।

যদিও আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এখনো বিমানবন্দর’সহ অন্যান্য স্পর্শকাতর এলাকার নিয়ন্ত্রণ ঘিরে চলছে তুমুল লড়াই। সহযোগিতায় ‘বি-ফিফটি টু’ বোমারু বিমান থেকে তালেবান অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন বহর। যেকোন মুহূর্তে সশস্ত্র গোষ্ঠীকে হঠিয়ে বিজয় নিশ্চিত করবে সেনাবাহিনী।

শুক্রবারই নিমরোজ প্রদেশের রাজধানী জারানজের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সীমান্ত চেকপয়েন্ট এবং গ্রামগুলো দখলে নেয়ার পর গেলো দু’সপ্তাহ যাবৎ গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়ে চলছে তুমুল লড়াই।

এনএনআর/

Exit mobile version