Site icon Jamuna Television

লেস্টারের কাছে হেরে মৌসুমের প্রথম শিরোপা হারালো ম্যান সিটি

ছবি: সংগৃহীত

৫০ বছরের প্রথা অনুযায়ী ইংল্যান্ডে ফুটবলের নতুন মৌসুম শুরু হয় আগের মৌসুমের লিগ ও এফএ কাপ জয়ী দলের শিরোপা লড়াই কমিউনিটি শিল্ড দিয়ে। এবার তার ব্যতিক্রম হলোনা। শনিবার (৭ আগস্ট) এবারের কমিউনিটি শিল্ডের শিরোপা লড়াইয়ে লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটিকে ১-০ গোলে হারিয়েছে এফএ কাপ জয়ী দল লেস্টার সিটি।

দর্শক ভর্তি ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধে সিটি মিডফিল্ডার গুন্দুগানের ফ্রি কিক দুর্দান্ত সেভে রুখে দেন লেস্টার গোলকিপার স্মাইকেল। পাল্টা আক্রমণ করেছে লেস্টারও। কিন্তু ম্যাডিসন, জিমি ভার্ডিদের গোল বঞ্চিত করেন সিটির গোলরক্ষক জ্যাক স্টেফেন।

ম্যাচের শেষ দিকে সিটিজেন ডিফেন্ডার নাথান ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ব্রেন্ডন রজার্সের দল। সুযোগ কাজে লাগিয়ে স্পটকিক থেকে গোল করে লেস্টারকে শিরোপা উৎসবে মাতান কেলেচি ইহিয়ানাচো।

Exit mobile version