Site icon Jamuna Television

এশিয়ার পর ইউরোপেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু

গ্রীষ্মপ্রধান অঞ্চলের রোগ হলেও, এখন ডেঙ্গু ছড়াতে শুরু করেছে শীতপ্রধান পশ্চিমা দেশগুলোতেও। জার্মানিসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে বংশবিস্তার করছে এডিস মশা।

সাধারণত ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এডিস মশা বিস্তার লাভ করে। তাহলে জার্মানির মত শীতল দেশে কিভাবে বিস্তার লাভ করছে এ মশা? কারণ খুঁজতে গিয়ে গবেষকরা পেয়েছেন অবিশ্বাস্য তথ্য। এজন্য বিশ্বায়ন আর জলবায়ু পরিবর্তন দায়ী বলছেন তারা।

জার্মানির জীববিজ্ঞানী ডোরিন ওয়ার্নার, ডেঙ্গু ছাড়াও অন্তত ২০০ ধরনের রোগ ছড়াতে পারে এডিস মশা। ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া ভাইরাস, জিকা ভাইরাস, ওয়েস্ট নিল ভাইরাস-সহ অনেক রোগের উৎস-এটি। প্রযুক্তির উন্নয়নে স্বল্পতম সময়ে আমরা যেতে পারছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সাথে বহন করছি
ভাইরাস এমনকি মশাও।

ক্রমশ তাপমাত্রা বাড়ছে শীতপ্রধান দেশগুলোতে। বিজ্ঞানীদের ধারণা, দাবদাহ ও দাবানল যার চাক্ষুষ উদাহরণ। বাড়তি তাপমাত্রাই এডিস মশা বিস্তারের প্রভাবক।

ডোরিন ওয়ার্নার আরও জানান, জলবায়ু পরিবর্তন এ ভাইরাস ছড়াতে বড় ভূমিকা রাখছে। তাপমাত্রা বাড়ায় মশার মধ্যে ভাইরাসের পুনরুৎপাদন হয় দ্রুত, রোগজীবাণু ছড়ানোর ক্ষেত্রেও সময়ও লাগে কম। এখনও জার্মানিতে ব্যাপক হারে ছড়াতে পারেনি এডিস মশা। তাই সচেতন হলে নির্মূল খুব বেশি কঠিন নয়।

পরিসংখ্যান বলছে, ১৯৭০ এর আগে মাত্র ৯টি দেশে ছিল ডেঙ্গুর বিস্তার। প্রতিবছর ডেঙ্গু আক্রান্ত রোগীর ৭০ ভাগই এশিয়া মহাদেশের। গত দুই দশকে ৮ গুণ বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

Exit mobile version