Site icon Jamuna Television

ইসরায়েলি যেকোনো হামলার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে: হিজবুল্লাহ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের যেকোনো হামলার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। লেবানন সীমান্তে চলমান সংঘাতের মধ্যেই এ হুঁশিয়ারি দিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ্।

হিজবুল্লাহ্ প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল যেসব হামলা চালাচ্ছে এর উপযুক্ত জবাব দিচ্ছে হিজবুল্লাহ্। শিগগিরই ন্যক্কারজনক আচরণের দাঁতভাঙ্গা শাস্তি পাবে ইহুদি রাষ্ট্রটি। কারণ আমরা কখনোই যুদ্ধ চাই না। জড়াতে চাই না লড়াইয়ে। কিন্তু কেউ আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব খর্ব করলে সেটির মোকাবেলায় প্রস্তুত।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাতের জন্য দুইপক্ষই পরস্পরকে দায়ী করছে। ইসরায়েলের অভিযোগ, লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে একের পর এক রকেট ছুঁড়ছে হিজবুল্লাহ। অবশ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে সেগুলোর বিস্ফোরণ ঘটাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাবে গোলাবর্ষণ করছে দেশটির সেনাবহর। পাশাপাশি দেশটির ট্যাংকবহর সীমান্তে রীতিমতো রণপ্রস্তুতি নিচ্ছে। যদিও দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

উল্লেখ্য, ২০০৬ সালে দুই দেশের লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন ১২০০ এরও বেশি লেবানিজ। অন্যদিকে, সেই সংঘাতে মারা যায় ১৬০ ইসরায়েলি নাগরিক।

Exit mobile version