Site icon Jamuna Television

টোকিও অলিম্পিকের শেষ দিন আজ

পর্দা নামছে টোকিও অলিম্পিকের। ছবি: সংগৃহীত

নানা বাঁধা-বিপত্তি মোকাবিলা করে আয়োজিত টোকিও অলিম্পিকের পর্দা নামছে আজ। শেষ দিনে বিভিন্ন ইভেন্টে ১৩টি স্বর্ণপদকের জন্য লড়াইয়ে প্রতিযোগিতায় নামবে বিভিন্ন দেশের অ্যাথলেটরা।

রোববার (৮ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৫টায় হবে আসরের সমাপনি অনুষ্ঠান।

করোনার চোখ রাঙ্গানিতে অনেক অনিশ্চয়তা নিয়ে শুরু হয়েছিলো টোকিও অলিম্পিক। তবে মহামারির মাঝেও পুল-ট্র্যাকের চিরায়ত প্রতিদ্বন্দ্বিতায় প্রাণ ফিরে পেয়েছে অলিম্পিক। দুইশরও বেশি দেশের ১১ হাজারের বেশি অ্যাথলেট লড়েছেন শ্রেষ্ঠত্বের মসনদ দখলে। হয়েছে রেকর্ডের ভাঙ্গা গড়ার খেলাও।

অবশেষে ১৭ দিনের সফল লড়াইয়ের পর আজ নিভতে যাচ্ছে টোকিওর মশাল। তিন ঘণ্টার জাঁকালো অনুষ্ঠানে থাকবে নাচ-গান, আতসবাজি সবই। অলিম্পিক পতাকার সঙ্গে উড়বে ফ্রান্সের পতাকাও। কারণ ২০২৪ অলিম্পিকের হোস্ট যে প্যারিস।

Exit mobile version