Site icon Jamuna Television

স্বাধীনতা আন্দোলনের নেপথ্য কারিগর বেগম মুজিব: কাদের

'স্বাধীনতা আন্দোলনের নেপথ্য কারিগর বেগম মুজিব'

ছবি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পর্দার অন্তরাল থেকে সংকটে-সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি আর সাহস জুগিয়েছেন বেগম মুজিব। এ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী, বেগম ফজিলাতুন নেছা মুজিব।

রোববার সকালে বেগম মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। সাথে ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম নেপথ্য কারিগর বেগম মুজিব। দেশের মহীয়সী নারীদের মধ্যে অন্যতম।

এনএনআর/

Exit mobile version