Site icon Jamuna Television

নবাবগঞ্জে শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাতা গ্রেফতার

নবাবগঞ্জ প্রতিনিধি:

পারিবারিক বিরোধের জেরে মেয়ের জামাই শাওন মোল্লা তার শাশুড়ি হামেদা বেগম (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ।

রোববার (৮ আগস্ট) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ শোল্লা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত হামিদা ওই গ্রামের মহিদুল বেপারীর স্ত্রী। এই ঘটনায় জামাতা শাওন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর যাবত স্ত্রী তানিয়ার সাথে শাওন ও তার পরিবারের বিরোধ চলছিল। বিরোধের বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিগণও অবগত আছেন বলে জানায় তারা।

নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘাতক শাওন মোল্লাকে জনগণের সহায়তায় পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঘটনার সূত্রপাত খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। মামলার প্রস্ততি চলমান আছে বলেও জানান তিনি।

Exit mobile version