Site icon Jamuna Television

জাফর ইকবালকে নিয়ে ঢাকার পথে হেলিকপ্টার

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে অানা হচ্ছে ছুরিকাঘাতে আহত ড. জাফর ইকবালকে। এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসার পর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। রাত ১০.৩০ দিকে ড. জাফর ইকবালকে ব্হনকারী বিমান এমআই ১৭ সিলেট ওসমানী বিমানবন্দর থেকে রওয়ানা দিয়েছে।

এর আগে লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে এক অজ্ঞাত যুবক।  অতর্কিত হামলায় তারঁ মাথা পিছনে আঘাত করা হয়।  এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

Exit mobile version