
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।
চিত্রনায়িকা পরীমণির সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।
রোববার (৮ আগস্ট) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, যাদের নাম পাওয়া গেছে সেগুলো যাচাই-বাছাই চলছে। কারও বিরুদ্ধে নিশ্চিতভাবে অভিযোগ প্রমাণিত হলে নাম প্রকাশ করা হবে।
আরও পড়ুন: পরীমণির পেছনে টাকা না ঢেলে ব্যবসায়ীদের ভ্যাকসিনে অর্থায়নের পরামর্শ দিলেন জাফরুল্লাহ
সিআইডি জানায়, কয়েকটি মোবাইল-ল্যাপটপ, একটি ফেরারি গাড়িসহ বেশ কিছু ডিভাইস জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য না পেলে পরীমণির আবারও রিমান্ডের আবেদন করার কথা জানান সিআইডির কর্মকর্তা শেখ ওমর ফারুক।
উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) চিত্রনায়িকা পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানায় সংস্থাটি।
ইউএইচ/



Leave a reply