Site icon Jamuna Television

বার্সেলোনার বিপক্ষে খেললেও জিততেই চাইবেন মেসি

ন্যু ক্যাম্পে বিদায়ী প্রেস কনফারেন্সে কথা বলছেন লিওনেল মেসি।

সর্বজয়ী মানসিকতাকে অন্য উচ্চতায় তুলে লিওনেল মেসি জানালেন, বার্সেলোনার বিপক্ষে খেললেও সবটুকু দিয়েই লড়ে যাবেন তিনি।

ন্যু ক্যাম্পে বিদায়ী প্রেস কনফারেন্সে সাংবাদিক তাকে প্রশ্ন করেন, বার্সা তো আপনার ক্লাব অব লাইফ। কিন্তু বার্সার বিপক্ষে যদি খেলতে হয় কখনো, তখন কেমন লাগবে? বা কী চাইবেন আপনি?

প্রশ্নটির জবাবে লিও বলেন, আমি যেমন ছিলাম, আপনারা এবং বার্সেলোনার সমর্থকেরা আমাকে যেমনটা জানেন, আমি যখন খেলি সেই খেলায়ই জিততে চাই। বার্সার বিরুদ্ধে খেললেও এর চেয়ে আলাদা কিছু হবে না। আমি জিততে চাইব আমার সর্বোচ্চ দিয়ে। স্মরণ করব আমার বন্ধু দানির কথা, তার মত অনেক ট্রফি জিততে চাই আমি।

মূলত এই সর্বজয়ী মানসিকতাই প্রফেশনাল ক্যারিয়ারে মেসিকে বানিয়েছে সেরাদের সেরা। তার সততা এবং মূল্যবোধ এখনও বেশ শক্ত। নিজের সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করেছেন বার্সেলোনায় থাকতে। কিন্তু বার্সেলোনায় তার এই বিদায়ী প্রেস কনফারেন্সে একটা বিষয় স্পষ্ট – ক্লাব বা লা লিগা কেউই কোন সমাধানে আসেনি তাকে ক্লাবে রাখতে।

Exit mobile version