Site icon Jamuna Television

গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনেও কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনেও কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনেও কেন্দ্রগুলোতে ছিলো ভ্যাকসিন নিতে আগ্রহীদের উপচে পড়া ভিড়।

ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি এবং উত্তরের ৪৬টি কেন্দ্রে চালানো হয় এই কার্যক্রম।গণটিকা দেয়া শুরু হয় সকাল ৯টায়। ভ্যাকসিন নিতে বেশিরভাগ কেন্দ্রেই ভিড় করেন অসংখ্য মানুষ।

এনআইডি কার্ড জমা দিয়ে সিরিয়াল অনুযায়ী এক-একটি কেন্দ্রে ৩৫০ জনকে ভ্যাকসিন দেয়া হয়। প্রচুর মানুষ জড়ো হওয়ায় সার্বিক ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষকে। আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ৩২ লাখ মানুষকে করোনার প্রথম ডোজ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদফতর।

এদিকে, গতকাল ১ম দিনে সারা দেশে রেকর্ড ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে প্রথম ডোজ দেয়া হয়। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন।

ইউএইচ/

Exit mobile version