Site icon Jamuna Television

৯/১১ হামলা: নিহতদের প্রতি ব্যতিক্রমী শ্রদ্ধা নিবেদন মার্কিন নেভি সিল’র

নাইন/ইলেভেনে নিহতদের ব্যতিক্রমী উপায়ে শ্রদ্ধা নিবেদন করলো- মার্কিন নেভি সিল।

নাইন/ইলেভেন হামলার ২০ বছরকে সামনে রেখে ব্যতিক্রমী উপায়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো- মার্কিন নেভি সিল।

‘জিআই গো ফান্ড’ নামক সংগঠনের উদ্যোগে ছিলো এ আয়োজন। তাতে অংশ নিয়ে নিউইয়র্কের হাডসন নদীতে সাঁতার কাটেন প্রায় ২০০ মানুষ। যাদের প্রায় সবাই সামরিক বাহিনী- নেভি সিলের বর্তমান ও সাবেক সদস্য। সাঁতারুরা পথে দুবার বিরতি নেন, নদীর মাঝে নোঙর তুলে থাকা বার্জে। পুশ আপের মাধ্যমে সম্মান জানান সামরিক কর্মকর্তাদের।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াল সেই সন্ত্রাসী হামলায় স্বজনহারাদের প্রতি সমবেদনা জানাতেই এ পদক্ষেপ। ম্যানহাটানে নাইন/ইলেভেন মেমোরিয়ালে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলনের মাধ্যমে শেষ হয় আয়োজন।

ইউএইচ/

Exit mobile version