Site icon Jamuna Television

নদীর তলদেশে গাড়ির ভেতর মিললো ৪৩ বছর আগে নিখোঁজ নারীর দেহাবশেষ

ছবি: প্রতীকী।

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের কানেক্টিকাট নদীর তলদেশ থেকে উদ্ধার হওয়া এক গাড়ির ভেতর মিলেছে ৪৩ বছর আগে নিখোঁজ হওয়া এক নারীর দেহাবশেষ। আলবার্টা লিম্যান নামের ওই নারী ১৯৭৮ সালে নিখোঁজ হয়েছিলেন। উদ্ধার হয়ে গাড়িটি তারই ছিল বলে ধারণা পুলিশের।

নিউ হ্যাম্পশায়ার স্টেট পুলিশ সেখানকার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, কয়েক দশক ধরে গাড়িটি পানির নিচে ছিল বলে ধারণা করছেন তারা। নিখোঁজের সময় ওই নারীর বয়স ছিল ৬৩ বছর।

পুলিশ আরও জানিয়েছে, নদীর তলদেশে ১৪ ফুট নিচে কাদার মধ্যে গাড়িটি উল্টে ছিল। ডুবুরিরা বিশেষ যন্ত্রপাতির সাহায্যে গাড়িটি উদ্ধার করে।

গাড়িটি কীভাবে নদীর নিচে গিয়েছিল সে ব্যাপারে তদন্ত চলবে বলে জানিয়েছে নিউ হ্যাম্পশায়ার পুলিশ।

/এস এন

Exit mobile version