Site icon Jamuna Television

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ যুবদল নেতা আটক

ইয়াবাসহ আটক যুবদল নেতা তাজউদ্দিন।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ তাজউদ্দিন (৩৫) নামে স্থানীয় এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক তাজউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখার আহ্বায়ক।

রবিবার (৮ আগস্ট) সকালে উখিয়ার কুতুপালং বাজারের কচুবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সঞ্জুর মোরশেদ জানিয়েছেন, মিয়ানমার থেকে ইয়াবার চালান খালাসের পর পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে কক্সবাজার টেকনাফ সড়কের কচুবুনিয়া রাস্তার মাথায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এদিকে টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ানের সদস্যরা টেকনাফের হোয়াইক্যং এবং শাহপরীর দ্বীপ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

/এস এন

Exit mobile version