Site icon Jamuna Television

আইসিসির মাস সেরা খেলোয়াড় হবার দৌড়ে সাকিব আল হাসান

আইসিসির মাস সেরা খেলোয়াড় হবার দৌড়ে মনোনীত তিন খেলোয়াড়। ছবি: আইসিসি ক্রিকেট ডটকম

আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

জুলাই মাসে জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। ওয়ানডেতে ৫ উইকেট সহ মোট ৮ উইকেট পেয়েছিলেন এই অলরাউন্ডার। এছাড়া ব্যাট হাতে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

মনোনয়নপ্রাপ্ত আরও দুজন ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ।

৯০ শতাংশ আইসিসির ভোট এবং ১০ শতাংশ সমর্থকদের ভোটে নির্ধারিত হবে চূড়ান্ত ফলাফল। আইসিসির ওয়েবসাইটে গিয়ে পছন্দের ক্রিকেটারকে ভোট দেয়ার সুযোগ পাবেন ভক্তরা। এর আগে গত মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম

Exit mobile version